বিদ্যুৎস্পৃষ্টে গ্যারেজ মালিকের মৃত্যু

০৪ জুলাই, ২০২৩

কিশোরগঞ্জের সদর উপজেলার যশোদল ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে এক অটোরিকশা গ্যারেজ মালিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) ভোরে ওই ইউনিয়নের বানিয়া-কান্দির (বিএডিসি সার, গুদাম) সামনের গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি একই এলাকার মৃত আমির হোসেন ছেলে মো. শরীফ (৪৫)।

নিহতের পরিবার সূত্র থেকে জানা যায়, সোমবার (৩ জুলাই) রাতে শরীফ তার গ্যারেজে অটোরিকশাগুলো চার্জে দিয়ে সেখানেই ঘুমান। সকালে রিকশাচালকরা তার ঘুম ভাঙিয়ে রিকশা নিয়ে যান। প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে অটোরিকশা নিতে এক চালক তার গ্যারেজের দরজায় ডাকলে কোনো সাড়াশব্দ না পেয়ে শরীফের বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনকে জানান।

পরিবারের লোকজন গ্যারেজে গিয়ে তাকে বিদ্যুতের তারের সঙ্গে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে গ্যারেজ থেকে স্থানীয়রা তার মরদেহ বাড়িতে নিয়ে যান।

কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন জানান, মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যান।