বৃষ্টিতে বন্ধ হেডিংলি টেস্ট

০৮ জুলাই, ২০২৩

লিডসে সকাল থেকেই বৃষ্টি। তাই হেডিংলি টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়নি। খেলা দেখতে আসা ভক্তদের সঙ্গে পুলিশ সদস্যরাও ক্রিকেট খেলায় মেতে উঠেছেন।
হেডিংলি টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়া ২৬৩ রানে অলআউট হওয়ার পর ইংল্যান্ড ৩ উইকেট হারিয়ে তুলেছিল ৬৮ রান। দ্বিতীয় দিন বেন স্টোকসের একার লড়াইয়ে ইংলিশরা করতে পেরেছে ২৩৭।
২৬ রানের লিড নিয়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ১১৬ রান তুলে দিন শেষ করে। সব মিলিয়ে অতিথিরা এগিয়ে ১৪২ রানে।