প্রথম ইনিংসে ১৯৯ রানে অলআউট শ্রীলঙ্কা

২৪ জুলাই, ২০২৩

প্রথম টেস্টে লড়াই করে হার মানা শ্রীলঙ্কার জন্য দ্বিতীয় টেস্টের শুরুটা ভালো হলো না। আজ সোমবার থেকে কলম্বোতে শুরু হওয়া টেস্টে আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। ৪৮.৪ ওভারে অলআউট হয়েছে মাত্র ১৬৬ রানে।

পাকিস্তানের তিন বোলার আবরার আহমেদ, নাসিম শাহ ও শাহীন আফ্রিদি ৮টি উইকেট নেন। তার মধ্যে আববার নেন ৪টি, নাসিম ৩টি ও শাহীন ১টি। বাকি দুই ব্যাটসম্যান রানআউট হন।

ব্যাট হাতে শ্রীলঙ্কার একমাত্র ধনঞ্জয়া ডি সিলভা পঞ্চাশোর্ধ্ব রান করতে পারেন। তিনি ৯টি চার ও ১ ছক্কায় করেন সর্বোচ্চ ৫৭ রান। দিনেশ চান্দিমালের ব্যাট থেকে আসে ৩৪ রান। এছাড়া রামেশ মেন্ডিস ২৭ ও দিমুথ করুণারত্নে ১৭টি রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।

প্রথম টেস্ট ৪ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান।