মানব পাচারকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার, ২ নারী উদ্ধার

০৪ আগস্ট, ২০২৩

রাজধানীর খিলক্ষেত থেকে মানব পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় আটকে রাখা দুই নারীকেও উদ্ধার করেছে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলো, রোস্তম আলী ওরফে সৈকত (৪৫), হাজেরা বেগম (৩৫), সোহেল মিয়া (২৫), বাইজিদ হোসেন (২২)। 

র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র এএসপি মো. পারভেজ রানা জানান, বৃহস্পতিবার বিকেলে র‍্যাব-১ এর একটি দল গোপন খবরের ভিত্তিতে জানতে পারে, ডিএমপি ঢাকার খিলক্ষেত থানাধীন এলাকার একটি বিল্ডিংয়ে কয়েকজন মানব পাচারকারী চক্রের সদস্য রয়েছে। পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারীকে আটকে রেখেছে তারা। পরে অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় দুই জন নারীকে উদ্ধার করা হয়। এ ছাড়া ৬টি মোবাইল ফোন, ৮টি সীম কার্ড এবং নগদ ৬ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।