ঈশ্বরদীতে করোনা উপসর্গ নিয়ে মৃত গৃহবধূর করোনা ছিল না

০৪ মে, ২০২০

পাবনা প্রতিনিধি :   করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ঈশ্বরদীর সেই গৃহবধূর (৩৫) নমুনা পরীক্ষায় তার করোনা ভাইরাস পাওযা যায়নি। রোববার (৩ মে) রাতে তার নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার পর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গর নমুনা পরীক্ষায় এই ফলাফল প্রকাশের পর পাবনাবাসী কিছুটা হলেও একটু স্বস্তি পেল। গেল শনিবার ওই গৃহবধূ রাজশাহীতে মারা যান করোনা উপসর্গ নিয়ে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আসমা খান এ তথ্য জানিয়ে বলেন, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া গৃহবধূ (৩৫) নমুনা পরীক্ষার পর করোনা ভাইরাস পাওয়া যায়নি।

প্রসঙ্গত: জ্বর, গলাব্যথা নিয়ে ও বমি করে শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। করোনা সন্দেহে দুপুরে ওই নারীর মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো।  রোববার রাতে পরীক্ষায় তার দেহে করোনা সংক্রমণ পাওয়া যায়নি।