মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

২৬ আগস্ট, ২০২৩

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ আগস্ট) সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোবরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মা মাহিরন বেগম (৫৫) মেয়ে তাসলিমা বেগম (৩৫)।

দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, সকালে বাড়ির পেছনে কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন মেয়ে তাসলিমা। এ সময় মেয়েকে বাঁচাতে গিয়ে মা মরিয়ম খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হবে।