আমাদের দেশের লকডাউন এর অবস্থা কিছুটা নিম্ন রুপ-:

১৩ মে, ২০২০

বিয়ের পর এক নবদম্পতি গেল ডাক্তারের কাছে, ফ্যামিলি প্ল্যানিং এর উদ্দেশ্যে। তো তারা সব জেনেশুনে কন্ডোম চুজ করল, হাসিমুখে ডাক্তারের চেম্বার থেকে বিদায় নেয়ার দুইমাসের মাথায় মি.হাজবেন্ড রাগান্বিত অবস্থায় আবার চেম্বারে হাজির, ডাক্তার জিজ্ঞাসা করল ভাই কি হইল এত রাগছেন কেন? মি. হাজবেন্ড বললেন কি দিসেন আমার বউ তো প্রেগন্যান্ট, ডাক্তার বললো আপনি কি কন্ডোম ইউজ করতে ভুলে গেছিলেন কখনো? মি. হাজবেন্ড বললেন, অসম্ভব যাতে ভুলে না যাই সেইজন্য আমি এটা ২৪ ঘন্টাই পরে থাকি! এবার ডাক্তার ভীড়মি খেয়ে জিজ্ঞাসা করলেন তাহলে আপনি হিসু করেন কিভাবে? জবাবে মি. হাজবেন্ড বললেন কেন কন্ডোমের মাথায় একটা ফুটা করে নিয়েছি! উত্তর শুনে ডাক্তার অজ্ঞান..

বাংলাদেশের সাধারন ছুটি, লকডাউন, মার্কেট, অফিস আর গার্মেন্টস খোলা পুরা ব্যাপারটাই এই ফুটা কন্ডোমের মত, গল্পের ডাক্তার অজ্ঞান হইছিল বাস্তবে পাবলিক মরবে এই যা পার্থক্য।

(সংগৃহীত)