ইসরাইলি হামলার পর উত্তর সিরিয়ার বিমানবন্দর পরিষেবা বন্ধ

২৮ আগস্ট, ২০২৩

উত্তর সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে ইসরাইলি হামলার ফলে সোমবার ফ্লাইট ওঠা-নামা বন্ধ হয়ে যায়।সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা’ একটি সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে।

এতে বলা হয়, ‘আজ সকালে প্রায় সাড়ে ৪টায় (০১৩০ জিএমটি) ইসরাইলি শত্রুরা আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ভূমধ্যসাগরের পশ্চিম দিক থেকে লাতাকিয়ার দিক থেকে আকাশে আগ্রাসন শুরু করে’।সূত্রটি বলেছে, এর ফলে বিমানবন্দরের রানওয়ের ক্ষতিগ্রস্ত হয়েছে।