রামপুরায় মোটরসাইকেলে হঠাৎ আগুন

২৯ আগস্ট, ২০২৩

রাজধানীর রামপুরায় ওয়াপদা রোডে একটি মোটরসাইকেলে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ৮টা ৩৮ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট সেখানে যায়। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, রাজধানীর রামপুরা ওয়াপদা রোডে একটি মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্র দুটি ইউনিট পাঠানো হয়। এরই মধ্যে আগুন নিভে গেছে। 

প্রাথমিকভাবে জানা গেছে, গ্যাস লাইনের লিকেজ থেকে মোটরসাইকেলে আগুনের সূত্রপাত।