ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬

২৯ আগস্ট, ২০২৩

ইউক্রেনের দোনেৎস্কে ও খেরসনে রুশ বাহিনী হামলা চালিয়েছে। এতে অন্তত ছয়জন বেসামারিক লোক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও আটজন। 

মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে রুশ হামলার বিষয়ে নিশ্চিত করেছেন সামরিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেনকো।

তিনি বলেন, সোমবার পূর্ব দোনেৎস্ক অঞ্চলে পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে, যেখানে আরও চারজন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, ডালন গ্রামে দুজন মারা গেছেন। এছাড়া টরেটস্ক, লাইমান এবং ভেলিকা নোভোসিল্কার প্রতিটি এলাকায় একজন করে নিহত হয়েছেন।

স্থানীয় সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্ডার প্রোকুদিন বলেন, দক্ষিণ খেরসন অঞ্চলে, গত দিনে রাশিয়ার হামলায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

তিনি বলেন, খেরসনের দুটি এলাকায় আবাসিক এলাকা রুশ বাহিনী ভয়াবহ হামলা চালিয়েছে। এ হামলায় প্রাক প্রাথমিক বিদ্যালয় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।