জয়পুরহাটে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

৩০ আগস্ট, ২০২৩

জয়পুরহাটের পাঁচবিবি এলাকা হতে ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করছে র‌্যাব-৫।

মঙ্গলবার (২৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পাঁচবিবি উপজেলার  করিয়া দরগারঘাট এলাকা হতে ১৩৬ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (৩০ আগস্ট) সকাল ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫, জয়পুরহাট।

গ্রেফতাররা হলেন— জয়পুরহাট সদরের কল্যানপুর গ্রামের শাহাদাতের ছেলে আবু হাসান সাজু (২৩)।

র‌্যাব জানায়, মাদক কারবারি আবু হাসান সাজু জয়পুরহাট সদরের বিভিন্ন  এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে জয়পুরহাট ও বগুড়া জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলের একটি বড় চালান পাঁচবিবি এলাকা দিয়ে আসবে এবং আর রাতে ওই মাদক অন্য পার্টির কাছে পৌঁছে দেওয়া হবে— এই রকম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে একটি চৌকশ অপারেশন দল পাঁচবিবি উপজেলার করিয়া দরগারঘাট এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।