রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

৩১ আগস্ট, ২০২৩

রাজধানীর রামপুরা এলাকায় ট্রাকচাপায় সাগর ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আহ‌তদের ঢাকা মে‌ডিকেল কলেজ হাসপাতালে পাঠা‌নো হ‌য়েছে।

বুধবার (৩০ আগস্ট) দিবাগত রাত পৌঁনে বা‌রোটার দি‌কে রামপুরা টি‌ভি সেন্টা‌রের এক নম্বর গেই‌টের সাম‌নে এ দুর্ঘটনা ঘ‌টে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে আসা পাথরবাহী এক‌টি ল‌রি রামপুরা ‌টি‌ভি সেন্টারের সামনের ওভার‌ব্রিজের এসে কয়েক‌টি থামানো রিকশার ওপর তুলে দেয়। এতে, ঘটনাস্থলেই সাগর নামে এক রঙমিস্ত্রী নিহত হয়।

নিহত সাগর ঢাকার হাজারীবাগের বাসিন্দা। কাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহত সাগর রাজধানীর হাজারীবাগে বসবাস করতেন। কাজ শেষে তিনি বাসায় ফিরছিলেন। এ ঘটনায় ল‌রিচালক‌কে আটক করে গাড়িটি থানা হেফাজতে রাখা হয়েছে।