সিরাজগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বজনদের দাবি হত্যা

০২ সেপ্টেম্বর, ২০২৩

সিরাজগঞ্জে ফারাজানা খাতুন (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে স্বজনদের দাবি, তাকে হত্যার পরে ঝুলিয়ে রাখা হয়েছে। পুলিশ বলছে ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য জানা যাবে।

শুক্রবার (০১ সেপ্টেম্বর) দুপুরের দিকে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের দত্তবাড়ী মধ্যপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফারজানা ওই গ্রামের মো. রতনের স্ত্রী ও পৌর এলাকার হোসেনপুর পুঠিয়াবাড়ী গ্রামের ওহেদ আলীর মেয়ে।

নিহত ওই নারীর মা স্বপ্না বেগম বলেন, দুই বছর আগে তাঁতশ্রমিক রতনের সঙ্গে তিনি মেয়ের বিয়ে দেন। বিয়ের প্রথম দিকে ভালোই ছিল। কিন্তু ঢাকা থেকে মেয়ের জা আসার পর থেকেই তাকে নির্যাতন শুরু হয়। ফারাজানা প্রায়ই বলতো তাকে মারধর করা হয়, মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তার মেয়েকে হত্যার পরে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দানিউল হক জানান, স্বামীর ঘরে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ফারজানার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।