রোহিঙ্গা ক্যাম্প থেকে কিশোরের মরদেহ উদ্ধার

০২ সেপ্টেম্বর, ২০২৩

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ এইচ/২৫ ও ২৭ ব্লকের মধ্যবর্তী একটি নালা থেকে ওই রোহিঙ্গা কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মুজিবুর রহমান (১৭) ক্যাম্প-৮ ওয়েস্ট ব্লক এ/৪৬ এর ওবায়দুল হকের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, সকালে ক্যাম্পে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তারা ক্যাম্পে দায়িত্বরত মাঝিদের জানালে মাঝিরা ৮ এপিবিএনকে জানায়। এপিবিএনের দেওয়া খবরে উখিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

প্রাথমিক তদন্তে জানা গেছে, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই কিশোরকে হত্য করেছে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরসার সদস্যরা। শুক্রবার রাত ১১টা থেকে ভোর ৫টার মধ্যে কোন এক সময় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানান ওসি।