২০০ মোটরসাইকেল চুরি মাস্টার চা‌বি 'আলিবাবা' দিয়ে

১১ সেপ্টেম্বর, ২০২৩

মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত দুই ভাইকে গ্রেপ্তার ক‌রে‌ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রিপন মাতাব্বর (৪২) ও তার ছোট ভাই মো. বাদল মাতাব্বর (৩৮)। তারা একটি চাবি দিয়ে প্রায় দুই শত মোটরসাইকেল চুরি করেছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন গো‌য়েন্দা কর্মকর্তারা।

ঢাকা মহানগর এলাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগ দুইটি চুরির মামলা তদন্ত করতে গিয়ে ১১টি চোরাই মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করে। এসময় দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, ২০২২ সালের ২০ জুন ভাটারা থানায় এবং এ বছরের ৫ সেপ্টেম্বর গুলশান থানায় ২টি চুরির মামলা হয়।

সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তথ্য-প্রযুক্তির সহায়তায় একটি সংঘবদ্ধ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্যদের সন্ধান পাওয়া যায়। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চোর চক্রের সক্রিয় সদস্যদের গ্রেপ্তার করা হয়।