ঈশ্বরদীতে দুই খাবারের প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

১৪ সেপ্টেম্বর, ২০২৩

পাবনার ঈশ্বরদীতে দুই প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পৌর এলাকার পোস্ট অফিস মোড় ও মশুরিয়াপাড়া ভাটাপাড়ায় এ অভিযান পরিচালিত হয়।

গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে সফট ড্রিংক পাউডার উৎপাদন ও বিক্রয় করায় পৌর শহরের মশুরিয়াপাড়া ভাটাপাড়া এলাকার মেসার্স স্বচ্ছ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করেন বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে ১৮৬ কার্টন অবৈধ সফট ড্রিংক পাউডার আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আরেকটি অভিযানে বিস্কুট, ব্রেড ও কেক পণ্যের লাইসেন্স গ্রহণ না করে মিথ্যা তথ্য দেওয়ায় পৌর শহরের পোস্ট অফিস মোড়ের নয়া টেস্ট পেস্ট্রি শপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঈশ্বরদী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টি এম রাহাসিন কবির। অভিযানে বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) আমিনুল ইসলাম সহযোগিতা করেন।