স্বাস্থ্যবিধি মেনে শুরু হচ্ছে চলচ্চিত্রের শুটিং

০৩ জুন, ২০২০

দেশব্যাপী করোনা মহামারির মধ্যেই শুরু হচ্ছে চলচ্চিত্রের শুটিং। আগামী ৫ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে নির্মাতারা সিনেমার শুটিং করতে পারবেন বলে চলচ্চিত্রের সংগঠনগুলোর এক যৌথ সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি ও পরিচালক সমিতির নেতৃবৃন্দ এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নিয়েছে। প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু জানান, শুটিং শুরুর আগে শিল্পীদের করোনা টেস্ট করিয়ে নিতে হবে।

চলচ্চিত্র যেহেতু একটি অনেক বড় মাধ্যম, তাই এখানে সামাজিক দূরত্বের ব্যাপারগুলো পুরোপুরি মানা কঠিন হবে। কারণ এখানে মারামারির দৃশ্য কিংবা নাচ-গানের দৃশ্য, নায়ক-নায়িকার রোমান্টিক দৃশ্য থাকে। যেখানে একজন আরেকজনকে ¯পর্শ করতে হয়। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, শুটিং ইউনিটের লোক যতটুকু সম্ভব কমিয়ে কাজ করতে হবে। একই সাথে প্রধান শিল্পী ও টেকনিশিয়ানদের করোনা টেস্ট করিয়ে তারপর শুটিং করতে হবে। এছাড়া, স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত অন্যান্য স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে।