কমলাপুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১১ অক্টোবর, ২০২৩

রালজধানীর কমলাপুর রেলস্টেশনের ভিতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স হবে আনুমানিক ৬০ বছর। মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয় ঢাকা রেলওয়ে থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। তার পরনে সাদা পায়জামা ও নীল গেঞ্জি।

 ঢাকা রেলওয়ে থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. নাসির উদ্দিন জানান, সন্ধ্যায় খবর পেয়ে কমলাপুর স্টেশনের ভিতরে যাত্রী ছাউনিরর পাশ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তিনি ভবঘুরে প্রকৃতির এবং অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।