ইবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি রনি, সম্পাদক ফাহিম

১৭ অক্টোবর, ২০২৩

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যারিয়ার ক্লাবের ২০২৩-২৪ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মার্কেটিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রনি সাহা সভাপতি ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মুসাদ্দিকুর রহমান ফাহিম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। আগামী এক বছর তারা দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার দেড়টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকী ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনটির সদ্য সাবেক সভাপতি ফারজানা ইসলাম মাহী এ কমিটি ঘোষণা করেন। ২৬ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি আজাহারুল ইসলাম, মুতাসিম বিল্লাহ রিয়াদ, আবদুল্লাহ আল নোমান, সুকান্ত দাস, যুগ্ম সাধারণ সম্পাদক পল্লব আহমেদ সিয়াম, শিহাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সামিহা খান চৌধুরী, সহকারী সাংগঠনিক সম্পাদক অনিক প্রামাণিক, দপ্তর সম্পাদক কে. এ সাইম, সহকারী দপ্তর সম্পাদক ত্বকী ওয়াসিফ, কোষাধ্যক্ষ রিয়াজ হাসান রবিন, সহকারী কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান, কমিউনিকেশন লিড তাজনিয়া আহমেদ লাবণ্য। এছাড়াও হেড অব মিডিয়া এন্ড পাবলিক রিলেশন জুয়েল রানা, ডেপুটি অব মিডিয়া এন্ড পাবলিক রিলেশন সাইফুর রহমান, হেড অব আইটি এন্ড ডিজাইন সাজ্জাদ হোসাইন সৈকত, হেড অব এন্টপ্রেনারশিপ ইনামুল হক, হেড অব রিসার্চ ইমন শাহরিয়ার, হেড অব হাইয়ার স্টাডি উইং সালাফি আহমেদ, হেড অব বিসিএস উইং দ্বীন ইসলাম, হেড অব হিউম্যান রিসোর্স অল্পনা আহমেদ, ডেপুটি অব হিউম্যান রিসোর্স হাসিবুর রহমান, হেড অব কনটেন্ট রাইটিং রাজিয়া সুলতানা হৃদি এবং হেড অব ইভেন্ট ম্যানেজমেন্ট ফারিয়া আক্তার জেমি। এর আগে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি করে সংগঠনটি। র‌্যলি শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের করডরে আলোচনাসভায় মিলিত হয়। সভা শেষে কেক কেটে দিবসটি উদযাপন করে সংগঠনটি। অনুষ্ঠানে নবীন সদস্যদের বরণ ও প্রবীন সদস্যদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও সদস্যদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি ফারজানা ইসলাম মাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি আবু হুরায়রা, সহ-সভাপতি রুমি নোমান, ক্যারিয়ার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আশিকুর রহমান ও ঐক্যমঞ্চের আহ্বায়ক ইয়াশিরুল কবির সৌরভ। ক্লাবের সদস্য তাজনিয়া আহমেদ লাবণ্যের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম।