জাপানে অ্যানিমেশন স্টুডিওতে আগুনে নিহত ১২

১৮ জুলাই, ২০১৯

 

 

জাপানের কিয়োটায় একটি অ্যানিমেশন স্টুডিওতে আগুন লেগে অন্তত ১২জন নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে গার্ডিয়ান বলছে,  এক ব্যক্তি বৃহস্পতিবার সকালে কিয়োটো অ্যানিমেশন স্টুডিওতে ঢুকে দাহ্য কোনো তরল ছিটিয়ে আগুন দেয়।

কিয়োটো ফায়ার বিভাগের কর্মকর্তা সাওশী ফুজিওয়ারা বলেন, এ ঘটনায় আরো অনন্ত ৩৫ জন আহত হয়েছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

৪১ বছর বয়সী সন্দেহভাজন এক ব্যক্তিকে পুলিশ দগ্ধ অবস্থায় আটক করে হাসপাতালে ভর্তি করেছে বলে জাপানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, কিয়োটো অ্যানিমেশন স্টুডিও ‘সাউন্ড! ইফোনিয়াম’ নামে একটি সিরিজ তৈরি করে আসছিল। তাদের ‘ফ্রি! রোড টু দ্য ওয়ার্ল্ড- দ্য ড্রিম’ নামের সিনেমাটি চলতি মাসে মুক্তি পাওয়ার কথা ছিল।