২৫ স্মার্টফোনে চলছে না হোয়াটসঅ্যাপ

২৪ অক্টোবর, ২০২৩

মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ বিশ্বজুড়েই দারুণ জনপ্রিয়। প্রতিনিয়ত মেসেজিং অ্যাপটিতে যোগ হচ্ছে নতুন ফিচার ও আপডেট। তাই পুরোনো অ্যানড্রয়েড এবং আইফোনে এই অ্যাপটি সাপোর্ট করে না। তেমনি আজ থেকে পুরোনো অ্যানড্রয়েড ৪.১ এবং পুরোনো সংস্করণের স্মার্টফোনে আর এই জনপ্রিয় অ্যাপ কাজ করবে না।

মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ এই তথ্য জানিয়েছে। অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণে কাজ করবে এমন নতুন ফিচার তৈরিতে মনোযোগ দিতে চায় হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ একটি অফিসিয়াল নোটে লিখেছে, প্রতি বছর কিছু বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে আমরা দেখি কোন ডিভাইস এবং সফটওয়্যার খুব পুরোনো। দেখা হয়, কোনটি সবচেয়ে কম মানুষ ব্যবহার করেছেন। সেই ডিভাইসগুলো লেটেস্ট সিকিউরিটি আপডেট পাবে না বলে জানিয়ে দিয়েছে মেটা।

দেখে নেয়া যাক সেই তালিকা-

আজকের পর হোয়াটসঅ্যাপ ডেভেলপাররা ডিভাইসের ওএস স্বয়ংক্রিয় আপডেট পাবে না। এই তালিকার বেশিরভাগ ফোনই আজকাল আর তেমন ব্যবহার হচ্ছে না। আপনি যদি এখনও এই ডিভাইসগুলোর মধ্যে কোনোটি ব্যবহার করেন, তবে আপনাকে একটি নতুন হ্যান্ডসেটে আপগ্রেড করতে হবে।