মানিকগঞ্জে আগুনে পুড়ে মরল গৃহবধূ

০২ নভেম্বর, ২০২৩

মানিকগঞ্জে ঘরে আগুন লেগে গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ছাড়া প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে। বুধবার (১ নভেম্বরে) বিকেল চারটার দিকে দৌলতপুর উপজেলার জৈন্তা গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহতের নাম সমেজান বেগম সুমি (৫০)। তার স্বামী ভ্যানচালক রফিকুল ইসলাম ঢাকায় থাকেন। সুমি তার ১৩ বছরের ছেলে সুমনকে নিয়ে ওই ঘরেই বসবাস করতেন।

জানা গেছে, বিকেল চারটার দিকে হঠাৎ ঘর থেকে বিকট শব্দ হয় এবং ঘরে আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে সুমিসহ ঘর ও ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম মোল্লা বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী বলেন, আমরা ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহযোগিতা প্রদান করব।