রোববার খুলে দেয়া হচ্ছে মক্কার মসজিদ সমূহ

২০ জুন, ২০২০

রোববার থেকে সৌদি আরবের পবিত্র নগরী মক্কার মসজিদগুলো খুলে দেয়া হচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণের কারণে প্রায় তিন মাস মসজিদগুলো বন্ধ ছিল। সৌদি আরব কর্তৃপক্ষ বিশেষ করে মক্কাকে করোনামুক্ত রাখতে কঠোর বিধিনিষেধ আরোপ করে। তা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে সেখানে নতুন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

রাষ্ট্র পরিচালিত আল আকবরিয়া টেলিভিশন চ্যানেল দেশটির ইসলাম সম্পর্কিত মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে উদ্ধৃত করে বলেছে, পবিত্র মক্কার মসজিদগুলো করোনা ভাইরাসের কারণে তিন মাস বন্ধ রাখার পর খুলে দেয়া হবে রোববার থেকে।
এমন ঘোষণার পর এই নগরীতে অবস্থিতি প্রায় ১৫০০ মসজিদ প্রস্তুত করা হচ্ছে মুসল্লিদের জন্য। এর ভিতরের মেঝে ও কার্পেট জীবাণুমুক্ত করতে দেখা গেছে।আল জাজিরা