রাজধানীতে ট্রাকচাপায় নিহত ২

০৮ নভেম্বর, ২০২৩

রাজধানীর বাংলামোটর এলাকায় মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ট্রাকচাপায় ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী মারা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো আওলাদ হোসেন জানান, আনুমানিক রাত ১২টার দিকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।

সেসময় ওই মোটরসাইকেলে থাকা দুজন ঘটনাস্থলে মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।