গাড়িতে আগুন দেওয়ার সময় বিএনপির ২ নেতা গ্রেফতার

০৯ নভেম্বর, ২০২৩

রাজধানীর মগবাজারে গাড়িতে আগুন দেওয়ার সময় পেট্রোল, গ্যাস লাইটার ও পুরাতন কাপড়সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ বলছে, গ্রেফতার দু’জন বিএনপির নেতা। তবে প্রাথমিকভাবে তাদের নাম জানায়নি পুলিশ।

তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক গণমাধ্যমকে বলেন, মগবাজারে গাড়িতে আগুন দেওয়ার সময় বোতলভর্তি পেট্রোল, গ্যাস লাইটার ও পুরাতন কাপড়সহ দুই বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।