ফিলিস্তিনীদের উপর বর্বর হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন

১১ নভেম্বর, ২০২৩

ফিলিস্তিনীদের উপর ইসরায়েলের বর্বর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন করে বিভিন্ন সংগঠন। শনিবার (১১ নভেম্বর) শহরের ঘোড়া স্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পাবনা প্রেসক্লাব’র সভাপতি এবিএম ফজলুর রহমান, সাংবাদিক হাসান আলী, পাবনা সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মহাতাব উদ্দিন বিশ্বাস, দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম, সাংবাদিক আব্দুল হামিদ খান, কাজী মাহবুব মোর্শেদ বাবলা প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে ইহুদীবাদী ইসরায়েল বাহিনী। তাদের হামলায় প্রাণ হারাচ্ছে শিশুরা। যা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এমন বর্বরোচিত হামলার প্রতিবাদে বিশ্ববাসীকে রুখে দাঁড়াতে হবে। অবিলম্বে ফিলিস্তিনের হামলা বন্ধের দাবি জানান বক্তারা।