তফসিল প্রত্যাখ্যান এবি পার্টির

১৬ নভেম্বর, ২০২৩

তফসিল প্রত্যাখ্যান করে বুধবার রাতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একই সঙ্গে রাজধানীতে আজ নির্বাচন কমিশনের প্রতি লাল কার্ড প্রদর্শন করে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে দলটি।

গণদাবিকে উপেক্ষা করে একতরফাভাবে তফসিল ঘোষণার প্রতিবাদ জানিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে খেলাফত মজলিস।

বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এ দাবি জানানো হয়।