গণবিজ্ঞপ্তি নিয়ে যা বললেন এনটিআরসিএর চেয়ারম্যান

১৬ নভেম্বর, ২০২৩

সারদেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে প্রায় লাখের মতো শিক্ষকের পদ শূন্য রয়েছে। ৫ম গণবিজ্ঞপ্তির মাধ্যমে এসব পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তবে এখনই ৫ম গণবিজ্ঞপ্তি নিয়ে ভাবতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

গতকাল বুধবার (১৫ নভেম্বর) এনটিআরসিএর চেয়ারম্যান এনামুল কাদের খান গণমাধ্যমকে জানিয়েছেন, ৫ম গণবিজ্ঞপ্তি নিয়ে এখনো আলোচনার সময় আসেনি। আমরা প্রথমে ১৭তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ করব। নিবন্ধনের ফল প্রকাশ হয়ে গেলে তখন ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি। তাই এই মুহূর্তে এ বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন হবে না।