টাঙ্গাইলের মওলানা ভাসানীর ৪৭তম মৃত্যুবার্ষিকী পালিত

১৭ নভেম্বর, ২০২৩

শ্রদ্ধা ও ভালবাসায় আজ ১৭ নভেম্বর নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৭তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।

শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে টাঙ্গাইল পৌর শহরের সন্তোষে মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মো. ফরহাদ হোসেন।

এরপর মওলানা ভাসানীর পরিবার, বিভিন্ন রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-শিক্ষার্থী, টাঙ্গাইল প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও মওলানা ভাসানীর ভক্ত অনুসারীরা মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত করেন।

 

আজ এই দিবসটি উপলক্ষে আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল, ওরশ, এতিমখানা ও দুঃস্থদের মাঝে খাবার পরিবেশন করা হয়।

এসময় মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার প্রাঙ্গণে তার মুরিদান, ভক্ত ও অনুসারীসহ হাজার হাজার মানুষের ঢল নামতে থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভাসানীর ভক্ত-অনুসারীরা ছুটে আসেন। এ ছাড়াও ভাসানীর দরবার হলে খোদা-ই-খেদমতগার ও ন্যাপ ভাসানীর যৌথ উদ্যোগে আলোচনা সভা ও মারফতি মুর্শিদী মজলিশ অনুষ্ঠিত হয়।