ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের ট্রেন চলাচল স্বাভাবিক

১৮ নভেম্বর, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ায় রেল লাইনের ওপর পড়ে থাকা গাছ অপসরণ করা হয়েছে। এর ফলে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮টা ৪০ মিনিটের দিকে ট্রেন চলাচল শুরু করেছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার রেল স্টেশন মাষ্টার মো. জসিম উদ্দিন।

এর আগে, একই দিন ব্রাহ্মণবাড়িয়ারর সদর উপজেলার বড় হরণ নামক স্থানে রেল লাইনের ওপরে একটি গাছ উপড়ে পড়ে। এরপর সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়ার রেল স্টেশন মাষ্টার মো. জসিম উদ্দিন জানান, রাত ৮টা ৪০ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রেল লাইনের ওপর গাছ পড়ে থাকার কারণে সন্ধ্যা ৭টা থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল। এসময় আশুগঞ্জের তালশহরে চট্টগ্রামগামী ‘সুর্বণা এক্সপ্রেস’ ও কিশোরগঞ্জের ভৈরবে আটকা ছিল নোয়াখালীগামী ‘উপকূল এক্সপ্রেস’ নামের দুটি ট্রেন।