ইমেইল দিয়ে আইফোনে হোয়াটসঅ্যাপ ইন্সটল!

২৩ নভেম্বর, ২০২৩

আইফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারে আকর্ষণীয় ফিচার যুক্ত হলো। ইতোমধ্যে হোয়াটসঅ্যাপ তাদের আইফোন গ্রাহকের জন্য ইমেইলের মাধ্যমে ভেরিভাই করার ফিচার ঘোষণা করেছে।

নতুন ফিচার সুবিধা নিতে আইফোন অ্যাপ ষ্টোর থেকে হোয়াটসঅ্যাপের (২.২৩.২৪.৭০) আপডেট সংস্করণ ইন্সটল করে নিতে হবে। নতুন সংস্করণটি ইন্সটল করলেই ইমেইল দিয়ে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়া যাবে।

তবে ফোন নম্বর প্রাইমারি আইডেন্টি হিসেবে বিবেচিত হবে। ইমেইল অথেন্টিকেশন কোড পাঠানোর অতিরিক্ত মাধ্যম হিসেবে গণ্য হবে।