পদত্যাগ করলেন লা লিগা সভাপতি জেভিয়ার

২৩ নভেম্বর, ২০২৩

লা লিগার  আসন্ন নির্বাচনে পুনরায়  প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বুধবার পদত্যাগ করেছেন বর্তমান  সভাপতি জাভিয়ের তেবাস।

সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন,‘ কয়েক মিনিট আগে আমি সভাপতির পদ ছেড়ে দিয়েছি। যদিও বতর্মান মেয়াদ ছিল ২৩ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু মেয়াদ পুর্ন হবার আগেই আমি পদত্যাগ করলাম।
অচিরেই নতুন নির্বচনি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে ,যেখানে আমি প্রতিদ্বন্দ্বিতা করব। সুতরাং ক্লাবগুলোকে বলব যে সব চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হচ্ছি তা নিরসনে (আমার উপর ) আস্থা রাখার জন্য। ’

এক বিজ্ঞপ্তিতে লা লিগা জানিয়েছে, নির্বাচনি প্রক্রিয়া শুরুর জন্য অচিরেই একটি ইলেক্ট্ররাল কমিশন গঠন করা হবে। এই মুহুর্তে সভাপতি পদের একমাত্র প্রার্থী হলের তেবাস। যদিও এখনো নির্ধারিত হয়নি নির্বাচনের তারিখ। তবে  টানা চতুর্থবারের মতো সভাপতি হবার আশা করছেন তিনি।২০১৩ সালের এপ্রিলে প্রথমবারের মতো লা লিগার সভাপতি নির্বাচিত হন ৬১ বছর বয়সি তেবাস। এরপর ২০১৬ এবং ২০১৯ সালে পনুরায় ওই পদে নির্বাচিত হন তিনি।

সূত্র : বাসস