আইপিএলের পরের আসরে খেলবেন না স্টোকস

২৪ নভেম্বর, ২০২৩

২০২৪ সালের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে স্টোকসের দল চেন্নাই সুপার কিংস।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর ওয়ার্কলোড ও ফিটনেসের দিকে মনোযোগ দেবেন স্টোকস। তাই আইপিএল থেকে বিরত রাখছেন নিজেকে।

গত বছর ১৬ কোটি ২৬ লাখ রুপি দিয়ে দলে ভিড়িয়েছিল চেন্নাই। যদিও গুঞ্জন উঠেছিল, স্টোকসকে এবার তাকে নিলামে ছেড়ে দিতে পারে তারা। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে স্টোকসের সিদ্ধান্তের পাশেই দাঁড়ালো ফ্র্যাঞ্চাইজিটি।

বিবৃতিতে চেন্নাই লেখে, ইংল্যান্ড টেস্ট অধিনায়ক, অলরাউন্ডার বেন স্টোকস তার ওয়ার্কলোড ও ফিটনেসের দিকে নজর দিতে ২০২৪ সালের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। ৩২ বছর বয়সী স্টোকস ২০২৩ সালের সফল আইপিএলের আগে সুপার কিংসের অংশ হন।

তিনি সম্প্রতি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অংশ নেন, যেটির জন্য অবসর থেকে ফিরে আসেন। আইপিএলের আগে ইংল্যান্ড ৫ টেস্টের সিরিজ খেলবে, এরপর ২০২৪ সালের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। এর আগে বেনের ওয়ার্কলোডের ব্যবস্থাপনার দিকে নজর দেওয়ার সিদ্ধান্তকে চেন্নাই সুপার কিংস সমর্থন করে বলে জানায় চেন্নাই।