২৬ নভেম্বর, ২০২৩
আজ রবিবার দুপুরে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।
ফলের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা আরও ভালো করতে চাই। শিক্ষার্থীদের নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে ফল উন্নতির চেষ্টা করা হচ্ছে।’
তিনি জানান, ঢাকা কলেজ থেকে এবার মোট ১ হাজার ৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন। এর মধ্যে ১ হাজার ৯২ জন শিক্ষার্থী পুরো পরীক্ষায় অংশ নেন। পাস করেছেন ১ হাজার ৮৭ জন। সেই হিসাবে পাসের হার ৯৯.৫৪ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছেন ৮৩৩ জন, ফেল করেছেন ৫ জন এবং জিপি ৫ পেয়েছেন ৬৬৪ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পাস করেছেন ১২৯ জন। ফেল করেছেন ২ জন এবং জিপি-৫ পেয়েছেন ৬৬ জন। মানবিক বিভাগ থেকে পাস করেছেন ১২৯ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৮২ জন।
এর আগে আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এইচএসসির ফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী। এরপর নিজ নিজ বোর্ডের ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন ১১ শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা। এরপর বেলা ১১টায় পর থেকে শিক্ষার্থীরা এসএমএস, নির্ধারিত ওয়েবসাইট ও প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে ফল দেখতে পাচ্ছেন।
এ বছর দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।