অবরোধের সমর্থনে ভোলায় বিএনপির মশাল মিছিল

২৭ নভেম্বর, ২০২৩

বিএনপিসহ সমমনা দল ও জোটের ডাকা সপ্তম দফার ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে ভোলায় মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। 

রবিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ৮টার দিকে জেলা শহর থেকে ৫ কিলোমিটার উত্তরে ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের পরাণগঞ্জ এলাকায় এ মশাল মিছিল করে তারা।

স্থানীয়রা জানান, রাত ৮ টার দিকে ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের পরাণগঞ্জ এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা মশাল জ্বালিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাপ্তা ভোটেরঘর এলাকায় গিয়ে শেষ হয়। এসময় মিছিলকারীরা আগামী দুই দিনের অবরোধ সর্বাত্মক সফল করার স্লোগান দেন। পাশাপাশি নির্বাচনের তফসিল বাতিল করে সকল দলের অংশগ্রহণে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।

এদিকে, হঠাৎ করে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল শুরু হওয়ায় ওই এলাকায় যান চলাচলে কিছুটা ব্যঘাত ঘটে। তবে পুলিশ আসার আগেই মিছিলকারীরা সটকে পড়েন।