বিএসএমএমইউতে করোনা রোগী ভর্তি শুরু

০৪ জুলাই, ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনা রোগী ভর্তি শুরু হয়েছে। আজ
শনিবার সকাল ৮টা থেকে এ ভর্তি কার্যক্রম শুরু হয়। বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উপাচার্য বলেন, হাসপাতালের কেবিন ব্লকে সেন্ট্রাল অক্সিজেনের পাশাপাশি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) আছে। তাই হাসপাতালের কেবিন ব্লকের পুরো ভবন করোনা ইউনিট করা হয়েছে। এখানে আনুমানিক ২৫০ জন করোনা রোগীকে চিকিৎসা নিতে পারবেন। রোগীরা সরাসরি কেবিন ব্লকে এসে নিয়ম অনুযায়ী সেখান থেকেই ভর্তি হচ্ছেন।