ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

০৫ ডিসেম্বর, ২০২৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দুইজন ঢাকার বাসিন্দা।মঙ্গলবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬৯ জন। এর মধ্যে ঢাকা সিটির ১২৪ জন এবং ঢাকা সিটির বাইরে ৫৪৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৬৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১৫ হাজার ৫৭ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ১০ হাজার ৭৫১ জন। মারা গেছেন ১ হাজার ৬৩৯ জন। এরমধ্যে ঢাকা সিটির ৯৪৭ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৯২ জন।