ফেনীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

১৪ ডিসেম্বর, ২০২৩

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী এ দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। শহীদদের স্মরণ করতে যথাযোগ্য মর্যাদায় পালন করেছে দিবসটি।

এ উপলক্ষে জেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানমালা আয়োজন করেছে। সকালে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ফেনী সরকারি কলেজ বধ্যভূমি পর্যন্ত র‍্যালি শেষে বধ্যভূমিতে পুষ্পস্তবক করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। 

পুষ্পস্তবক অর্পণ শেষে মুক্তিযোদ্ধা খাজা আহমেদ অডিটোরিয়াম এ আলোচনা সভার আয়োজন করা হয়।