ক্ষমতা ধরে রাখতে মুক্তিযোদ্ধাদের হত্যা করেন জিয়া : আইনমন্ত্রী

১৫ ডিসেম্বর, ২০২৩

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ক্ষমতা ধরে রাখতে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিলেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবিতে রাজধানীর শিল্পকলায় আয়াজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে মায়ের কান্না নামে একটি সংগঠন।

আইনমন্ত্রী বলেন, জিয়াউর রহমান অবৈধ পথে ক্ষমতায় এসেছিলেন। আর সেই ক্ষমতা ধরে রাখতেই মুক্তিযোদ্ধাদের হত্যা করেন তিনি। কারণ মুক্তিযোদ্ধারাই তাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখতেন।

অনুষ্ঠানে জিয়ার মরণোত্তর বিচারের পাশাপাশি নিহতদের তালিকা প্রকাশ করে স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবি জানান স্বজনরা। তবে বর্তমান সংবিধানে মরণোত্তর বিচারের সুযোগ না থাকায় শিগগিরই হত্যাকাণ্ডের শিকার হওয়াদের স্বীকৃতি দেওয়ার আশ্বাস দেন আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, সংবিধানে মরণোত্তর বিচারের সুযোগ নেই। কিন্তু আপনারা যেই কাজটা করছেন, তরুণ প্রজন্মকে জানাচ্ছেন আর তরুণ প্রজন্ম ধিক্কার জানাচ্ছে এটাই জিয়ার বিচার। যাদের হত্যা করা হয়েছে শিগগিরই তাদের স্বীকৃতি দেওয়া হবে। আপনারা যে রিট করেছেন এই রিটের সমাধান শিগগিরই হবে।