ত্যপণ্যের দাম সহনীয়, ভোটারদের কান ভারি না করার আহবান বাণিজ্যমন্ত্রীর

১৮ ডিসেম্বর, ২০২৩

রংপুর-৪ আসনে ভোটযুদ্ধে দুই আলোচিত ব্যবসায়ী বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও লাঙ্গলের প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল। এলাকার উন্নয়ন, ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে সাধারণ ভোটারদের মধ্যে অসন্তোষ রয়েছে। যদিও এসব নিয়ে বিচলিত নন নৌকার প্রার্থী। লাঙ্গলের প্রার্থীও জয় নিয়ে আশাবাদী। সুষ্ঠু নির্বাচনে পছন্দের প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। 

নদী-নালা আর ইতিহাস ঐতিহ্যে ভরা রংপুরের কাউনিয়া-পীরগাছা উপজেলা। কৃষি আর বিড়ি শিল্প এই দু’উপজেলার মূল চালিকা শক্তি।

৬টি ইউনিয়ন একটি পৌরসভা মিলে কাউনিয়া উপজেলায় জনসংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। তিস্তার তীর ঘেসে এর অবস্থান। বিড়ি আর কৃষি নির্ভর জনপদ। ভোট নিয়ে স্থানীয়দের মিশ্র প্রতিক্রিয়া।

৯টি ইউনিয়নের পীরগাছা উপজেলায় জনসংখ্যা প্রায় সাড়ে চার লাখ। এখানে শিল্প না থাকলেও কৃষি শক্তিতে এগিয়ে যাওয়া মানুষজন বলছেন, অধিকার বঞ্চিত তারা।  ক্ষোভ রয়েছে নিত্যপণ্যের দাম নিয়েও।

দ্রব্যমূল্য নিয়ে অসন্তোষ কাজে লাগিয়ে জয়ে আশাবাদী আলোচিত বিড়ি ব্যবসায়ী জাতীয় পার্টির মোস্তফা সেলিম বেঙ্গল। এদিকে, নিত্যপণ্যের দামকে সামান্য বিষয় উল্লেখ করে, এনিয়ে ভোটারদের কান ভারি না করার আহবান নৌকার প্রার্থী, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সীর।

রংপুর-চার আসনে এবার ভোটার ৪ লাখ ৭৮ হাজার ৩শ’ ৮৩ জন।