ঢাকা মহানগরীর ১৫টি আসনে কে কোন প্রতীক পেল

১৮ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তা।আজ সোমবাররাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল পৌনে ১০টা থেকে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়।

সকালে ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এই দুই আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী যথাক্রমে সানজিদা খানম ও হারুনুর রশিদ। হারুনুর রশিদ নিজে এসে রিটার্নিং কর্মকর্তা ঢাকা বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলামের কাছ থেকে প্রতীক নিয়েছেন। সানজিদা খানম প্রতিনিধির মাধ্যমে প্রতীক বরাদ্দ নিয়েছেন।

ঢাকা-৪ আসনে নয়জন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে দু’জন স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন (ট্রাক), মো: মনির হোসেন স্বপন (ঈগল) প্রতীক পেয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের সানজিদা খানম (নৌকা), বাংলাদেশ কল্যাণ পার্টির মো: ইয়াসিন হোসেন (হাতঘড়ি), তৃণমূল বিএনপির রফিকুল ইসলাম (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেসের মো: সোহেল (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের সালেহ আহমেদ সোহেল (ছড়ি), জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা (লাঙ্গল), ইসলামি ঐক্য জোটের শাহ আলম (মিনার) প্রতীক পেয়েছেন।

ঢাকা-৫ আসনে ১২ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। তাদের মধ্যে স্বতন্ত্র দুই প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল (ট্রাক) ও মো: কামরুল হাসান (ঈগল) প্রতীক পেয়েছেন। লটারির মাধ্যমে স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এ ছাড়া আওয়ামী লীগের হারুনুর রশিদ মুন্না (নৌকা), ইসলামিক ঐক্য ফ্রন্টের আবু জাফর মো: হাবিবুল্লাহ (চেয়ার), ন্যাশনালিস্ট ঐক্য ফ্রন্টের এস এম লিটন (টেলিভিশন), তৃণমূল বিএনপির মো: আবু হানিফ (সোনালী আঁশ), ইসলামি ঐক্য জোটের আব্দুল কায়ুম (মিনার), ন্যাশনাল পিপলস পার্টির আরিফুর রহমান (আম), বাংলাদেশ সুপ্রিম পার্টির মোশাররফ হোসেন মিয়া (একতারা), বাংলাদেশ কংগ্রেসের সাইফুল আলম (ডাব), জাতীয় পার্টির মো: সারওয়ার খান (কাঁঠাল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের নুরুল আমিন (ছড়ি) প্রতীক পেয়েছেন।পর্যায়ক্রমে ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ আসনের প্রার্থীরা আজই প্রতীক বরাদ্দ পেয়ে যাবেন। তারপর শুরু হবে প্রচার যুদ্ধ।