রিজার্ভ বাড়ল ১.৫ বিলিয়ন ডলার

২১ ডিসেম্বর, ২০২৩

আইএমএফ, এডিবির ঋণসহ বিভিন্ন উৎস থেকে ডলার যোগ হওয়ায় দেশে এক সপ্তাহে রিজার্ভ বেড়েছে ১৫১ কোটি ৯ লাখ  ৯০ হাজার বা ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে নিট রিজার্ভের পরিমাণ ২০ দশমিক ৬৮ বিলিয়ন ডলার, যা এক সপ্তাহ আগে ছিল ১৯ দশমিক ১৬ বিলিয়ন ডলার।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাচিত সাপ্তাহিক অর্থনৈতিক সূচকে এ তথ্য তুলে ধরা হয়েছে।

গত ১২ ডিসেম্বর ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮৯ দশমিক ৮৯ মিলিয়ন ডলার অনুমোদন করে আইএমএফ। এর দুইদিন পর বাংলাদেশ ব্যাংকে এ ডলার যোগ হয়। একই দিনে এডিবির ঋণের ৪০০ মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকে জমা হয়। সপ্তাহজুড়ে অন্যান্য উৎস থেকে আরো রিজার্ভ জমা হয়।

রিজার্ভের অর্থে গঠিত ইডিএফসহ বা গ্রস রিজার্ভ বর্তমানে ২৬ দশমিক ৫ বিলিয়ন ডলার। এক সপ্তাহ আগে যা ছিল ২৪ দশমিক ৬২ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক সপ্তাহে গ্রস রিজার্ভ বেড়েছে ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার।