২৮ ডিসেম্বর, ২০২৩
ভারতের মধ্যপ্রদেশের গুনা জেলায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ময়লাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ১২ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১৪ জন।
বুধবার (২৭ ডিসেম্বর) রাতে গুনা-অ্যারোন মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বুধবার রাতে ৩০ জন যাত্রী নিয়ে বাসটি অ্যারোন শহরের দিকে যাচ্ছিল। একই সময়ে উল্টোদিক থেকে একটি ময়লাবাহী ট্রাক গুনার দিকে আসছিল। রাত ৯টার দিকে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাসটিতে আগুন লেগে যায়। এতে বাসে থাকা ১২ জন যাত্রীর মৃত্যু হয়। গুরুতর দগ্ধ হয়েছেন ১৪ জন। বার্তাসংস্থা পিটিআইকে গুনা জেলার পুলিশ সুপার বলেন, দুর্ঘটনার সময় বাসটিতে ৩০ জন যাত্রী ছিলেন। তার মধ্যে চারজন কোনোভাবে বাস থেকে বের হতে সক্ষম হন এবং বাড়ি চলে যান।
গুনার কালেক্টর তরুন রথী বলেছেন, প্রশাসন ঘটনার তদন্ত করছে। আহতদের চিকিৎসার জন্য দ্রুত গুনা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারকে ৪ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া ঘটনা তদন্তেরও নির্দেশ দেন তিনি। সূত্র: এনডিটিভি