বন্যহাতির আক্রমণে স্কুল শিক্ষার্থী নিহত

২৮ ডিসেম্বর, ২০২৩

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়ন ১নং ওয়ার্ডের সীতাপাহাড় এলাকায় বন্যহাতির আক্রমণে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।বুধবার বিকাল সাড়ে ৪ টায় সীতার পাহাড় জামাইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় নিহত শিক্ষার্থী অংশেহ্লা মারমা (১৪) চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউনিয়নের সীতাপাহাড় এলাকার মংপলু মারমার ছেলে। সে বাঙালহালিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

 

৩২২নং নারানগিরি মৌজা হেডম্যান উবাথোয়াই চৌধুরী জানান, গরু চড়াতে গিয়ে উক্ত স্থানে ওই শিক্ষার্থী বন্যহাতির সম্মূখীন হয়েছিলেন। সেসময় কিছু বুঝে উঠার আগে হাতি তাকে আক্রমণ করে বসে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা জানান, আমিও খোঁজখবর নিয়ে ছেলেটির মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। ধারণা করছি সীতাপাহাড় এবং জগনাছড়ির মাঝামাঝি স্থানে ঘটনাটি ঘটেছে।

 

এবিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম জানান, আমরা খবর শুনেছি ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। পুলিশ থানায় আসার পর বিস্তারিত জানা যাবে।