বৃটেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন বরিস জনসন

২৩ জুলাই, ২০১৯

বৃটিশ  ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির পরবর্তী প্রধান নির্বাচিত হয়েছেন বরিস জনসন। নিয়ম অনুযায়ী তিনিই হবেন  বৃটেনের পরবর্তী প্রধানমন্ত্রী। বুধবার থেরেসা মে’র উত্তরসূরী হিসেবে দায়িত্ব নেবেন জনসন।

লেবার পার্টির সদস্যদের ভোটে জনসনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে মঙ্গলবার। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও লন্ডনের সাবেক মেয়র জনসন এই প্রতিযোগীতায় পরাজিত করেছেন বর্তমান পররাষ্ট্র মন্ত্রী জেরোমি হান্টকে।

গত মাসের শুরুতে বেক্সিট ইস্যুতে বিতর্কের জের ধরে প্রধানমন্ত্রী থেরেসা মে পদত্যাগ করেন। এরপর তিনি অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন। অন্যদিকে লেবার পার্টি নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করে। সারা দেশে দলটি এক লাখ ৬০ হাজার প্রতিনিধি ভোট দেন এই নেতা নির্বাচনে।