নির্বাচন বর্জনে টাঙ্গাইলে প্রচারপত্র বিতরণ করেছে বিএনপি

০১ জানুয়ারী, ২০২৪

অসহযোগ আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে জনসাধারনকে ডামি নির্বাচনের ভোট প্রদানে নিরুৎসাহিত করার লক্ষে সোমবার (১ জানুয়ারি) সকাল ৯টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নগর ভাদগ্রাম বাজারে জনসাধারণের মাঝে প্রচারপত্র বিতরণ করেছে উপজেলা ও ইউনিয়ন বিএনপি। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদের নেতৃত্বে এ প্রচারপত্র বিতরণ করা হয়।

আবুল কালাম আজাদ বলেন, এই তামাশার নির্বাচন বর্জন করতে হবে, তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না বলে ভোটারদের নিরুৎসাহিত করা হয়। এই সরকারের ডামি নির্বাচন বন্ধ করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি পুরন করতে হবে।  

অপর দিকে টাঙ্গাইল জেলা বিএনপি শহরের মীরের বেতকা এলাকা লিফলেট বিতরণ করেছে। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি জিয়াউল হক শাহিন।