জাপানে বিমানবন্দরের রানওয়েতে চলন্ত প্লেনে আগুন

০২ জানুয়ারী, ২০২৪

জাপানের টোকিও বিমানবন্দেরের একটি রানওয়েতে চলন্ত প্লেনে আগুন লাগার ঘটনা ঘটেছে।দেশটির এনএইচকে টেলিভিশনের প্রচারিত একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে। 

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রানওয়েতে চলার সময় প্লেনের জানালা দিয়ে আগুন বের হতে দেখা যায়। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।জানা গেছে, টোকিওর হানেদা বিমানবন্দরে কোস্টগার্ডের একটি প্লেনের সঙ্গে ধাক্কা লাগার পর যাত্রীবাহী প্লেনটিতে আগুন ধরে যায়।

 

প্লেনটির কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন ছড়িয়ে পড়ার আগেই ক্রুসহ ৩৭৯ জন যাত্রীকে উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের একটি প্লেনের সঙ্গে ওই যাত্রীবাহী প্লেনটির ধাক্কা লাগতে পারে। 

জাপান এয়ারলাইন্সের একজন মুখপাত্র বলেছেন, প্লেনটি হোক্কাইডোর শিন-চিটোসে বিমানবন্দর থেকে ছেড়েছিল।