গাজা যুদ্ধে বিকলাঙ্গ ১২,৫০০ ইসরাইলি সেনা

০৬ জানুয়ারী, ২০২৪

ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধে ১২ হাজার ৫০০ ইসরাইলি সেনা সদস্য বিকলাঙ্গ হয়ে পড়েছে বলে জানা গেছে।শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি এক যোদ্ধা গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক বুলডোজারকে লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়েছিল, এতে আঘাতপ্রাপ্ত হয়ে ইসরাইলি সৈনিক জোনাথন বেন হামুর বাম পা কেটে ফেলা হয়েছিল।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, এর মাধ্যমে গাজা যুদ্ধে আহত হওয়ার কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়া হাজার হাজার ইসরাইলি সৈন্যদের তালিকায় তিনিও নাম লেখালেন।প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরাইলের পুনর্বাসন কেন্দ্রগুলো এখন এরকম বিকলাঙ্গ সেনা সদস্য দ্বারা ভর্তি হয়ে গেছে।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে তুমুল লড়াই চলছে। এতে গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৫৫ হাজারের বেশি। তবে এরপরেও গাজায় হামলার পরিমাণ কমায়নি ইসরাইলি বাহিনী। ইসরাইলের পক্ষ থেকে বলা হয়েছে, হামাসকে নির্মূল না করা পর্যন্ত তারা অভিযান চালিয়ে যাবে।
সূত্র : আল-জাজিরা