গোপালগঞ্জে নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে ভোট কেন্দ্রে

০৬ জানুয়ারী, ২০২৪

জেলার তিনটি সংসদীয় আসনের ৩৯৭টি ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সামগ্রী।আজ শনিবার বেলা ১১টা থেকে সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এসব নির্বাচনী সামগ্রী সরবরাহ করা হচ্ছে।

এসব কেন্দ্রের ব্যালট পেপার পাঠানো হবে নির্বাচনের দিন রোববার সকালে ভোট গ্রহণের আগে।এই তিনটি সংসদীয় আসনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৭ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এসব আসনে মোট ভোটার সংখ্যা ১০ লাখ ২৫ হাজার ৪৩৭ জন।

রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে,  নির্বাচন অবাধ ও সুষ্ঠ করতে তিনটি সংসদীয় আসনে ২৮ জন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও  স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা নির্বাচনী কাজে নিয়োজিত রয়েছেন।

সূত্র  : বাসস