আওয়ামী লীগের জনসভা মঞ্চে শেখ হাসিনা

১০ জানুয়ারী, ২০২৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের জনসভা মঞ্চে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (১০ জানুয়ারি) বিকেল ৪টায় সভাস্থলে আসেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

ইতোমধ্যে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতারা ছাড়াও ঢাকার আশপাশের জেলাগুলোর অসংখ্য নেতাকর্মী সোহরাওয়ার্দী উদ্যানে এবং এর আশপাশে জড়ো হয়েছেন। তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো আওয়ামী লীগ ক্ষমতায় আসায় বিভিন্ন স্লোগান দিচ্ছেন।